৳ ১০০০ ৳ ৮৫০
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
তরুণরা কেবল ফেসবুক আর ইউটিউবে ডুবে থাকে না, তারা লেখালেখিও করে। কেবল মাদকের প্রতি আসক্তি নয়, সৃজনশীলতায়ও তারা মুখর করে রাখে সাহিত্য-সংস্কৃতির অঙ্গন। এ কেবল তাত্ত্বিক কথা নয়। তাদের নিয়ে কাজ করতে গিয়ে এ আমার বাস্তব অভিজ্ঞতা। এটাকে খাটো করে দেখার উপায় নেই। আর তাই এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল তরুণ গল্পকারদের ২৫ গল্প ছাপানোর উদ্যোগ নিই শব্দঘর গল্পসংখ্যায় (অক্টোবর ২০১৭)। পূর্বপ্রজন্মের প্রতিষ্ঠিত কথাশিল্পীদের ২৫ গল্পও একইসঙ্গে প্রকাশ করেছিলাম, যা এ সময়ের তরুণ লিখিয়েদের সমুখে এক বড় সুযোগ এনে দেয়- তারা জ্যেষ্ঠ প্রজন্মের কথাশিল্পীদের সঙ্গে নিজেদের লেখা মিলিয়ে নিতে পেরেছে। তরুণরা আমাদের সাহিত্যের অগ্রগামী ধারাকে কীভাবে ধারণ করতে পারছে, এগিয়ে নিচ্ছে, আদৌ পারছে কী না এগিয়ে নিতে, তা বিবেচনা করতেও পেরেছে বলে বিশ্বাস। শব্দঘর অক্টোবর ২০১৭ গল্পসংখ্যা প্রকাশের পর সর্বমহলে ব্যাপক প্রশংসা উচ্চারিত হয়।
বাদ-পড়া নবীন-প্রবীণের প্রতি দল থেকে আরও পাঁচ গল্পকারকে আমরা বেছে নিই। আর এভাবেই ‘বাংলাদেশের তরুণদের ৩০ গল্প / বড়দের তরুণবেলার ৩০ গল্প’ নিয়ে একটা গল্পসংকলন প্রকাশের উদ্যোগ নিয়ে ফেলি। এখানে তরুণদের বয়স ৪০-এর নীচে ধরা হয়েছে। আর বড়দের ধরা হয়েছে ৫৫ বছরের ওপরে। তবে দুজন লেখকের বয়স ৫৫ বছরের কিছু কম হলেও আমরা গ্রহণ করেছি। কারণ এই দুজন আমাদের তরুণ প্রজন্মের কাছে অনুসরণীয় ও বরণীয় বিবেচিত হবেন বলেই আমরা মনে করেছি। এ উদ্যোগ সফল হলে ৪০ থেকে ৫৪ বছর বয়সি লেখকদের আরেকটি গল্পসঙ্কলন প্রকাশের পরিকল্পনা রয়েছে আমাদের। একই সঙ্গে থাকবে আরও একদল সম্ভাবনাময় প্রতিশ্রুতিশীল তরুণ কথাশিল্পীর লেখা নিয়ে শব্দঘরের গল্পসংখ্যা (২০১৮) এবং গ্রন্থমেলায় (২০১৯) সঙ্কলিত বই প্রকাশের পরিকল্পনা। আর এ উৎসাহ ও আগ্রহের সার্থক রূপায়ণে ইতিমধ্যেই এগিয়ে এসেছেন বিদ্যাপ্রকাশের স্বত্বাধিকারী জনাব মজিবর রহমান খোকা। তাঁকে ধন্যবাদ, ঢাউস আকারে বর্তমান সংকলনটি প্রকাশ করতে বিপুল অঙ্কের টাকা লগ্নি করার জন্য। একটি কথা না-বললেই নয়- জ্যেষ্ঠ বয়ঃক্রমের যে-কজন কথাসাহিত্যিক আমাদের বিবেচনায় ছিলেন, তাঁদের কয়েকজনের গল্প আমরা নানা কারণে সংগ্রহ করতে ব্যর্থ হয়েছি।
আরেকটি কথা- সকল মেধাবী তরুণ কথাশিল্পীকে যে আমরা খুঁজে পেয়েছি, তা নয়। আমাদের সীমাবদ্ধতার আড়ালে নিশ্চয় রয়েছে আরও অনেকে। তাদেরকেও কেউ না কেউ খুঁজে বের করবেন অথবা আপন আলোর উদ্ভাসে তারা আমাদের আলোকিত করবে, বিশ্বাস রাখি।
জন্মবীজ আর পরিবেশের শিক্ষণ-প্রেরণা লেখকসত্তার বুনিয়াদ গড়ে দেয়। এই বুনিয়াদ ছাড়া হঠাৎ কেউ লেখক হিসেবে দাঁড়াতে পারে না। ব্যতিক্রম আছে। আচমকা অনেকে সাহিত্য জগতে সূর্যের দীপ্তি ছড়িয়ে হাজির হয়েছেন- এমন উদাহরণ যে নেই, তা নয়। তবে সংখ্যায় কম। তারাও ছেলেবেলা থেকে নিশ্চয় এমন কিছু অনুষঙ্গ নিয়ে বড় হয়েছেন যা তাঁদের কলমমুখী করেছে, বইমুখী করেছে, বই পড়ায় উৎসাহ জুগিয়েছে। তারা আনন্দ পেয়েছেন কলম দিয়ে শব্দচাষের। ফলে তাঁরা বইপাড়ামুখী হয়েছেন, বইমেলামুখী হয়েছেন; নিজেদের অজান্তেই সাহিত্যের শেকড়ের সঙ্গে নিজেদের নাড়ির বন্ধনকে প্রবলভাবে সেঁটে নিয়েছেন। এই আঁঠা যত শক্তিশালী হবে জীবনের যেকোনো ক্ষেত্রেই বিচরণ করুন না কেন, তারা সাহিত্যমুখী হতে বাধ্য হবেন, সাহিত্যে লেগে থাকবেন- এমন সাহিত্যপ্রেমীর সংখ্যা পৃথিবীতে কম নেই। সব ধরনের চাপ, হতাশা, ব্যর্থতা ফুঁড়ে এ ধরনের সাহিত্যিকেরা সবার ওপরে মাথা তুলে দাঁড়াতে পারেন; সাহিত্যের অগ্রগামী ধারাকে ধারণ করে পথও চলতে পারেন। শত বাধা ডিঙিয়ে তাঁরা এগিয়ে যেতে থাকেন শেকড়ের টানে..
Title | : | বাংলাদেশের তরুণদের ৩০ গল্প বড়দের তরুণবেলার ৩০ গল্প |
Author | : | মোহিত কামাল |
Publisher | : | বিদ্যাপ্রকাশ |
ISBN | : | 9789849259084 |
Edition | : | 2018 |
Number of Pages | : | 419 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মোহিত কামাল কথাসাহিত্যিক মোহিত কামাল, মা: মাসুদা খাতুন, বাবা: আসাদুল হক, স্ত্রী: মাহফুজা আক্তার মিলি, সন্তান: মাহবুব ময়ূখ রিশাদ ও জিদনি ময়ূখ স্বচ্ছ, জন্ম: ২ জানুয়ারি ১৯৬০,সন্ধীপ চট্টগ্রাম। শৈশব-কৈশোর: আগ্রাবাদ, চট্টগ্রাম ও খালিশপুর ,খুলনা। লেখালেখির মূল বিষয় : উপন্যাস ও গল্প।শিশুসাহিত্য রচনার পাশাপাশি বিজ্ঞান বিষয়ে গবেষণাধর্মী রচনা।এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৪৩(১৫ উপন্যাস,১০ গল্পগুচ্ছ ও অন্যান্য)। লেখক নাম : মোহিত কামাল সংগঠক :সম্পাদক ,শব্দঘর (সাহিত্য-সংস্কৃতির মাসিক পত্রিকা),জীবনসদস্য, বাংলাডেমি; প্রথম আলোর মাধকবিরোধী আন্দোলনের উপদেষ্টা পরিষদের সদস্য; ‘প্রবাল কচি-কাঁচার মেলার সাবেক পরিচালক। পুরস্কার/পদক: সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৪; এম নুরুল কাদের ফাউন্ডেশন ,শিশুসাহিত্য পুরস্কার ১০১২; ময়মনসিংহ সংস্কৃতি পুরস্কার ১৪১৬; এ-ওয়ান টেলিমিডিয়া স্বাধীনতা অ্যাওয়ার্ড্ ২০০৮; বেগম রোকেয়া সম্মাননা পদক ২০০৮; সাপ্তাহিক নর্থ্ বেঙ্গল এক্সপ্রেস –পদত্ত ;}স্বাধীনতা সংসদ নববর্ষ্ পুরস্কার ১৪১৫’। পাঠ্যসূচিতে উড়াল বালক : লেখকের এ কিশোর উপন্যাসটি স্কলাস্টিকা স্কুলের গ্রেড সেভেনে ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র-এর পাঠ্যভ্যাস উন্নয়ন কর্মসূচি (SEQAEP)কর্ত্কও নির্বাচিত হয়েছে। পেশাগত ক্ষেত্রে কৃতিত্ত: ওয়ার্ল্ড সাইকিয়াট্টিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত জাপানে ১২তম ওয়ার্ল্ড কংগ্রেস অব সাইকিয়াট্টির ফেলোশিপ প্রোগ্রামে বিশ্বের প্রথম সেরা ফেলো হিসেবে কৃতিত্ব অর্জ্ন । পেশাগত ক্ষেত্রে : মনোচিকিৎসক, মনোশিক্ষাবিদ, সাইকিয়াট্টিক, ও সাইকোথেরাপিস্ট ।প্রফেসর আ্যান্ড হেড অব সাইকোথেরাপি,একাডেমিক কোর্স্ ডিরেক্টর (এমডি-সাইকিয়াট্টি),জাতীয় মানসিক স্বাস্হ্য ইনস্টিটিউট,ঢাকা ।
If you found any incorrect information please report us